পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ও চিকনিকান্দি ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ দুইশত অসহায় হত দরিদ্র মানুষের মাঝে পিচ ওইন্ডস জাপান (পিডব্লিউজে) এর সহযোগিতায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) এর আয়োজনে প্রয়োজনীয় দ্রব্যাদি ও করোনা প্রতিরোধে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার সকাল ১০ টায় ডাকুয়া ইউনিয়নের আটখালী মাধ্যমিক বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) এর প্রকল্প ম্যানেজার রনজিৎ হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সাদিয়া সামাদ মৌ,
ডা. মো. নাজমুল হোসেন, গলাচিপা প্রকল্প অফিসার মো. হাসানুজ্জামান রতন, সুমাইয়া আক্তার, রিয়াদ আহম্মেদ, সেলিম হোসেন, মনোয়ার হোসেন সাইদুল, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দিলীপ নারায়ন এবং আটখালী মাধ্যমিক বিদ্যালযের সহকারী শিক্ষক মো. মস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় প্রয়োজনীয় ও করোনা প্রতিরোধের সামগ্রীর মধ্যে ছিল, চাল ১০ কেজি, আলু ৪ কেজি, ডাল ২ কেজি , তৈল ১ লিটার, ত্রিপল ১টি, মাছ ধরার জাল ১টি,
বিস্কুট ৪ প্যাকেট,
খাবার স্যালাইন ৫ প্যাকেট, সাবান ২টি, মাস্ক ১টিসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি আশিষ কুমার বলেন, সরকারের পর্যাপ্ত পরিমানে ত্রাণ আছে। হত দরিদ্রদের জন্য সরকার ব্যাপক ত্রাণ দিচ্ছে, পাশাপাশি এনজিওগুলো দরিদ্রদের পাশে থেকে বিভিন্ন সহায়তা প্রদান করায় হত দরিদ্ররা অনেকটা স্বস্তি পাচ্ছে।