পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের অসহায়-দুস্থ এক হাজার বাসিন্দাদের মাঝে সবজি বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বাহেরচর আশ্রয়ণ প্রকল্পে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
করোনা পরিস্থিতিতে কৃষি উৎপাদন ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে উপজেলা প্রশাসনের অর্থায়ণে এবং কৃষি বিভাগের বাস্তবায়নে ৬টি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের এক হাজার পরিবারের প্রত্যেককে তিন প্যাকেট করে সবজি বীজ বিতরণ করা হবে।