ব্যক্তিগত কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আসরে খেলবেন না হরভজন সিং। সুরেশ রায়নার পর চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় হাই-প্রোফাইল তারকা হিসেবে নিজেকে সরিয়ে নিলেন ৪০ বছর বয়সী অফ-স্পিনার।
১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবারের আইপিএল। তার আগে গত মাসে ৬ দিনের অনুশীলন ক্যাম্প করে চেন্নাই। কিন্তু সেখানেও অনুপস্থিত ছিলেন হরভজন।
২১ আগস্ট টুর্নামেন্টকে সামনে রেখে আরব আমিরাতে যায় চেন্নাই স্কোয়াড। সেই সফরেও ছিলেন না তিনি। আইপিএল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন হরভজন। ২০১৮ সালে সিএসকে’তে যোগ দিয়ে ২৪ ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ স্পিনার।