বার্সার সাথে অনেক দিনের গাটছাড়া ভাঙ্গার জন্য এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে আসতে পারেনি মেসি ও ক্লাব কর্তৃপক্ষ।
বছরের শুরু থেকে গুঞ্জন। মৌসুম শেষে বর্সায় না থাকার সিদ্ধান্ত। শেষ কয়েকদিন পুরো খেলাধুলা জগত তোলপাড়। কিন্তু অবশেষে নিজের ঘর বার্সেলোনা ছাড়ার কথায় যে আগুন জলেছে জ্বল জ্বল করে তাতে হয়তো পানি পরার আভাস পাওয়া যাচ্ছে।
প্রথম বৈঠকে হয়নি কোনো সুরাহা। তখনই জানা গিয়েছিল আবারও আলোচনার টেবিলে বসবে দুই পক্ষ। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার সম্ভাব্য দ্বিতীয় বৈঠক হওয়ার কথা জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’।
বার্সেলোনায় লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে আজ দ্বিতীয় দফা আলোচনায় বসতে পারেন তাঁর বাবা ও এজেন্ট হোর্হে মেসি এবং ক্লাবটি।
এদিকে মেসির বাবার সঙ্গে কথা বলার খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দেপোর্তেস কুয়াত্রো’। বার্সায় ২০২১ সালের জুন পর্যন্ত মেসি থাকবেন কি না এবং তারপর ফ্রি-এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন কি? এমন প্রশ্নের জবাবে হোর্হে মেসি নাকি হ্যাঁ বলেছেন।
এখন কথা হচ্ছে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেয়ের সঙ্গে হোর্হে মেসির দ্বিতীয় বৈঠক যদি মেসির পক্ষে না যায় তবে তিনি কি করবেন? তখন একমাত্র পথ আদালতের সরনাপন্ন হওয়া। যে ক্লাব থেকে ক্ষুদে জাদুকর হয়ে উঠেছেন মেসি সেই ক্লাবকে কি কাঠগড়ায় দাড় করাতে চাইবেন তিনি? যদি তা তিনি নাই করেন তবে আগামী মৌসুমেও বার্সার জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে এই ফুটবল বিষ্ময়কে।