পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন দরবার হল রুমে বৃহস্পতিবার বেলা ১১ টায় বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এ্যানজিও কর্মী, শিক্ষক, গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক অবহিতকরণ সভা আয়োজন করা হয়। দেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বল্প আয় ও সুবিধা বঞ্চিত মানুষের অলাভজনক, সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন,
দূর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর ব্যবস্থাপনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আরএসএম সাইফুল্লাহ,
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাদল খান, আটখালী মাধ্যমিক বিদ্যালয় সভাপতি দিলীপ নারায়ন ভূঁইয়া, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন। সভার শুরুতে প্রকল্পের নানাবিধ বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার সাদিয়া সামাদ মৌ এবং প্রকল্পের নানাবিধ বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার সাহাদাৎ হোসেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন,
উন্নত বিশ^র সাথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাসহ বর্তমান সরকার দেশের পিছিয়ে পড়া মানুষের ও ক্ষতিগ্রস্থদের উন্নয়নে একের পর এক করে মানুষের পাশে বিভিন্ন দূর্যোগ ও বিপদকালীন সময়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং সকলের আচার আচারণে আমাদের উন্নয়ন ঘটাতে হবে। অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।