December 25, 2024, 2:11 am

জয়ার নতুন ছবি ছেলেধরা

Reporter Name
  • Update Time : Friday, September 4, 2020,
  • 427 Time View

ঢালিউড ছাড়াও ওপার বাংলায় একের পর এক হিট ছবি উপহারের ইতিহাস জয়ার নতুন কিছু নয়। পরিচালকদের একাধারে ব্যবসা সফল ছবি এনে দিয়েছেন তিনি। পরিচালক শিলাদিত্যর নতুন ছবি ছেলেধরাতে কাজ করবেন জয়া আহসান। এর আগেও শিলাদিত্যর ‘সোয়েটার’ ও ‘হৃদপিণ্ড’ নামে দুটি ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। ছবি দুটিই ছিল ব্যবসা সফল।

ছেলে ধরা ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। আরও থাকবেন অনুরাধা মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও ঈশান মজুমদাররা।

জানা গেছে, ‘ছেলেধরা’তে উঠে আসবে একজন অ্যালকোহলিক মা ও মেয়েকে অপহরণের গল্প। দেখা যাবে, অপহৃত হওয়ার পর থেকেই অপহরণকারীর ছেলেকে নিজেদের নাগালের মধ্যে পেতে চান ওই অ্যালকোহলিক নারী।

 

অবশেষে সেটা সম্ভবও হয়। নিজের ছেলেই যখন অপহরণের শিকার, তখন অপহরণকারীর ঠিক কী অনুভূতি হতে পারে? এই পটভূমির ওপরই তৈরি হচ্ছে ‘ছেলেধরা’ ছবি।

পরিচালক শিলাদিত্য মৌলিক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ছেলেধরা পিতৃত্ব ও শৈশব নিয়ে তৈরি একটি গল্প। এখানে যে শুধুমাত্র অপহরণ আর অপরাধের কাহিনি উঠে আসবে, এমনটা নয়। অপহরণের মধ্যে দিয়ে কিছু মানুষের জীবন কীভাবে আবর্তিত হবে, তাদের ব্যক্তিগত দুর্বলতার কথা তারা কীভাবে বুঝতে পারবেন, সেগুলো এই ছবিতে দেখানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71