প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশন-পিএফএর বর্ষসেরা পুরষ্কারের জন্য মনোনীত ছয় জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে যায়গা পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের চার ফুটবলার।
গত বছর এই পুরস্কার জিতেছিলেন ভার্জিল ফন ডাইক। এবারও সংক্ষিপ্ত তালিকায় আছেন অ্যানফিল্ডের ডাচ ডিফেন্ডার। সঙ্গে রয়েছেন তিন অলরেড সতীর্থ জর্ডান হ্যান্ডারসন, সাদিও মানে এবং ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড।
তালিকার স্থান পাওয়া বাকি দু’জন রানার্স-আপ ম্যানচেস্টার সিটির, কেভিন ডি ব্রুইনা এবং রহিম স্টার্লিং। লিভারপুলের ইংলিশ ডিফেন্ডার আলেক্সান্দার আর্নল্ড আছেন তরুণ খেলোয়াড়দের তালিকাতেও।