আগামী ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে নির্বাচনী তফসিল।
বৃহস্পতিবার বিকালে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিলি শুরু হবে ৫ সেপ্টেম্বর, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়পত্র দাখিলের দিন ধার্য করা হয়েছে ৮ সেপ্টেম্বর।
চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে ১৩ সেপ্টেম্বর। গেল ৩০ এপ্রিল শেষ হয়েছে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। ২০ এপ্রিল নির্বাচনের দিন নির্ধারণ করা হলেও করোনাভাইরাসের কারণে তখন স্থগিত করা হয় নির্বাচন।