বহু আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন শহীদ আফ্রিদি। তবে, এখনও পুরোদমে খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগগুলোতে।
সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগের খেলোয়াড় তালিকায় যুক্ত হয়েছে এই সাবেক পাকিস্তানি অধিনায়কের নাম। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের অভিষেক আসরে আইকন খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করেছে গল গ্ল্যাডিয়েটর্স।
গল গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদীম ওমর আবার পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি কুয়েটা গ্ল্যাডিয়েটর্সেরও মালিক। আফ্রিদিকে আইকন খেলোয়াড় হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত তিনিই নিয়েছেন।
এই দলে আফ্রিদির সঙ্গে খেলতে দেখা যাবে আরেক সাবেক পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদকেও।