বিকেএসপিতে শুরু হলো সাকিবের ফেরার প্রস্তুতি। করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর ব্যক্তিগতভাবে অনুশীলন করেন এই অলরাউন্ডার। শনিবার রানিং দিয়ে শুরু হয় সাকিব আল হাসানের ফেরার প্রস্তুতি।
গেল বুধবার সাড়ে পাঁচমাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।
আইসিসির নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে বিসিবির কোনো ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন না সাকিব।
দেশের সবসময়ের সেরা ক্রিকেটার বলে বিবেচিত এই অলরাউন্ডার তাই বেছে নিয়েছেন তার বেড়ে ওঠার প্রতিষ্ঠান বিকেএসপিকে। এখানেই নিবিড়ভাবে অনুশীলন চালিয়ে যাবেন তিনি।