পটুয়াখালীর রাঙ্গাবালীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন। শনিবার (৫ সেপ্টম্বর) রাতে উপজেলার বাহেরচর-গন্ডাদুলা সড়কে এ ঘটনা ঘটে।নিহত ওই স্কুল ছাত্রের নাম সুজাত ঢালী (১৭)। সে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামের নুরু ঢালীর ছেলে এবং ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণীর ছাত্র।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৮টার দিকে বাহেরচর থেকে একা মোটরসাইকেল চালিয়ে গন্ডাদুলা উদ্দেশ্যে যাচ্ছিল সুজাত। দুই আরোহী নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক খালিদ আকনও সেদিকে যাচ্ছিল। হঠাৎ অসচেতনতায় দুইটি গাড়ির সংঘর্ষ হয়। এতে সুজাত ও চালক খালিদ (৩৫)সহ চারজন আহত হয়। আহতদের অন্যরা হলেন মোটরসাইকেল আরোহী গন্ডাদুলা গ্রামের আলমগীর পহলান (৩৫) ও সামুদাবাদ গ্রামের মনির খান (৪০)।
তাৎক্ষণিক তাদের রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টারে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত সুজাত ও আলমগীরের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের নিয়ে উন্নত চিকিৎসার জন্য কোড়ালিয়া হয়ে রওনা দিলে পথিমধ্যে সুজাত মারা যায় । আর আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ঘটনাটি শুনেছি। খোজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।