প্রবাসীদের মাঝে ঈদের আমেজ এখনও বিদ্যমান। এরই ধারাবাহিকতায় একে ওপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতালির ভেনিসে চলছে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
প্রতি সপ্তাহে কোনো না কোনো আঞ্চলিক সমিতির আয়োজনে এসব অনুষ্ঠান প্রবাসীদের মিলন মেলায় পরিণত হচ্ছে।
শনিবার ভৈরব সমিতি ভেনিসের সার্বিক সহযোগিতায় সম্পাদিকা মদিনা মোছাম্মতের তত্ত্বাবধানে স্থানীয় সানজুলিয়ানো পার্কে আনন্দঘন পরিবেশে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
দুপুর থেকেই প্রবাসী পরিবারগুলো ছেলে মেয়েদেরকে নিয়ে জড়ো হতে থাকেন পার্কে। প্রায় দুইশতাধিক প্রবাসী উপস্থিত হন ঈদ পুনর্মিলনীতে। সেখানে শিশুকিশোরদের দৌঁড়, মহিলাদের মার্বেল দৌঁড় এবং ছেলেদের হাঁড়ি ভাঙা প্রতিযোগিতার আয়োজন ছিল।