অনুশীলনে ফেরার উদ্দেশে করোনা টেস্ট করালেন লিওনেল মেসি। রিপোর্ট নেগেটিভ আসলে আজই তিনি অনুশীলনে যোগ দিতে পারেন।
বাধ্য হয়েই বার্সেলোনায় থাকতে হলো মেসিকে। রিলিজ ক্লজ জটিলতায় ইচ্ছার বিরুদ্ধেই আরও এক বছর খেলতে হবে ন্যু ক্যাম্পের ক্লাবটিতে।
সে কারণে অনিচ্ছা সত্ত্বেও যেতে হবে বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের অনুশীলন ক্যাম্পে। তার আগে বর্তমান বিরাজমান পরিস্থিতির কারণে করতে হলো করোনা টেস্ট। বার্সেলোনা আরও এক সপ্তাহ আগেই শুরু করেছে প্রাক মৌসুম প্রস্তুতি।