নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এলাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তদন্তে চারটি কমিটি গঠন হলেও দ্বিতীয় দিন ঘটনাস্থলে আসে দুটি।
বিশেষ করে তিতাসের কর্মকাণ্ডে তাদের বেশি ক্ষোভ। দুর্ঘটনাস্থল পরিদর্শণ শেষে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় বায়তুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ। এতে স্বজন হারা আর্তনাদ বাড়ছেই।
দুর্ঘটনাস্থল মসজিদ ঘিরে উচ্ছুক মানুষের ভীড়। কিভাবে এই বিস্ফোরণ? চাপা ক্ষোভ মানুষের মাঝে।
মর্মান্তিক এই ঘটনার তদন্তে চারটি কমিটি গঠন হলেও রোববার সকাল থেকে উপস্থিতি ফায়ার সার্ভিস আর ইসাব।
ঘটনার পর দুদিনে তিতাসের তদন্ত কমিটি ঘটনাস্থলে না আসায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
ঘটনাস্থল পরিদর্শন করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবি চান তিনি।