নেত্রকোনার কলমাকান্দার ঘুমায় খালি নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা চালালেও এখনো পর্যন্ত নিখোঁজ কাউকেই উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।
নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে বলে জানান তারা।
গতকাল বুধবার দিনশেষে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে কিশোরগঞ্জের ডুবুরিদল উদ্ধার কার্যক্রম শুরু করলেও রাতভর স্থগিত থাকে উদ্ধার অভিযান।
পরবর্তীতে সকাল থেকেই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ময়মনসিংহের ডুবুরি দল। যদিও এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেননি তারা।
এদিকে ট্রলারডুবির ঘটনায় এখনো কমপক্ষে ১০ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন জনপ্রতিনিধিসহ স্থানীয়রা। ভলগেট ট্রলারটির চালক ও সহকর্মীসহ ৫ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তবে যাত্রীবাহী ট্রলার মালিক ও চালক কাউকেই পুলিশ হেফাজতে আনা সম্ভব হয়নি।
পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, ট্রলার ডুবির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেই সাথে নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এদিকে নৌকাডুবির ঘটনা কিভাবে ঘটেছে তা তদন্তে নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী আবদুর রহমান।