মেহেদী রং বিলিন হওয়ার আগেই ঘাতকের চাকায় পিষ্ঠ হলো মাসুম আলী (২২) নামে এক যুবক। বুধবার রাত ৯ টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মাসুম উপজেলার মানিকপুর গ্রামের
মিন্টু মিয়ার জামাতা এবং লালপুর উপজেলার কদিমচিলান ধলা গ্রামের হোসেন আলীর ছেলে। পেশায় হোন্ডা মেকানিক।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, মাত্র ৮ দিন আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর মানিকপুর বিশ্ব রোডের মোড়ে একটি দোকান নিয়ে হোন্ডা মেকানিকের কাজ শুরু করে। বসবাস শুরু করে সেখানেই। রাত ৯টার দিকে
দোকান বন্ধ করে পাশ্বের রয়না পাম্প থেকে মোটরসাইকেলের তেল নিয়ে বাড়ি ফিরছিল মাসুম। এসময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে পিষ্ঠ করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে বনপাড়া আমিনা হাসাপাতালে নিলে চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। খবর পৌঁছায় দুই বাড়িতে। নেমে আসে শোকের ছায়া, মুছে যায় নববধুর স্বপ্ন। বিলিন হয় মেহেদীর রং।