মাদারীপুরের শিবচরে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় সাইম মিয়া নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার(১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাইম কাঁঠালবাড়ী ইউনিয়নের আমিনউদ্দিন হাজীর কান্দি গ্রামের সালাম ফকিরের ছেলে।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার সকালে মায়ের হাত ধরে শিশু সাইম রাস্তার পাশে হাঁটছিল। কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি রাস্তা দিয়ে হাটার সময় হঠাৎ করেই মায়ের হাত থেকে ছুটে সামনে এগিয়ে যায় সাইম। এসময় কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিলে ঘটলাস্থলেই তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ জানান, ইজিবাইকের চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।