কলাপাড়ার ধুলাসারে স্থানীয় আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে দাদন দালাল নামের এক ব্যাক্তি পল্লী বিদ্যুৎ এর লাইন পাইয়ে দেয়ার জন্য গ্রাম বাশীর কাছথেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া অবৈধ শালিস বানিজ্য করে দেধারছে টাকা কামানোর কারনে এলাকা বাশি অতিষ্ঠ।উপজেলার ধুলাসার ইউনিয়নের চরধুলাসার গ্রামের মৃত্যু শাহাজাহান দালালের পুত্র মোঃ দাদন দালাল ধুলাসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি ও তার সহযোগী আব্দুল মন্নানের বিরুদ্ধে ২৫০ গ্রাম বাশীদের কাছ থেকে রকম ভেদে জন প্রতি ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত আদায় করে আত্মসাৎ করার অভিযোগ করেন গ্রাম বাশী।
তাদের অভিযোগ পল্লী বিদ্যুতের লাইন পাইয়ে দেয়ার জন্য প্রত্যেক কে ঐ পরিমান টাকা দিতে হবে এবং এই টাকা বাড়ি বাড়ি গিয়ে দাদন দালালের পাশা পাশি আব্দুল মান্নানকে দিয়ে আদায় করা হয়। এবং দাদন দালাল সাফ জানিয়ে দেয় যে টাকা দিবে সেই বিদ্যুৎ পাবে অন্যরা পাবে না।
এব্যাপারে ভ‚ক্ত ভ‚গি গ্রাম বাশি চরধুলাসর গ্রামে একাত্রিত হয়ে সাংবাদিক দের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেন।
ঐ গ্রামের একাধীক লোক জানিয়েছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।
এব্যাপারে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির (ডিজিএম) ইঞ্জিনিয়র শহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান, যারা টাকা উঠায় তারা আমাদের অফিসের কেউ নন, তাদের বিরুদ্ধে মামলা করে দেয়ার জন্য গ্রাম বাশীদের পরামর্শ দিচ্ছি। অভিযুক্ত দাদন দালালের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কারও কাছ থেকে টাকা নেইনি।