জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বরগুনা কালেক্টরেট মার্কেট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে কালেক্টরেট মার্কেট (ফার্মেসী পট্টি, মিষ্টি পট্টি, সিলভার পট্টি, বাকালি পট্টি) এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, পৌর মেয়র শাহাদাত হোসেন, ভূমি অফিসার মোঃ নিজাম উদ্দীন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, প্যানেল মেয়র রইসুল আলম রিপন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সালেহ মাহমুদ সুমন শরিফ।
বরগুনা হবে অন্যতম এক দৃষ্টি নন্দন জেলা। ইতিবাচক দিক নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে বরগুনা। বঙ্গবন্ধুর সোনার বাংলার এক উজ্জ্বল অধ্যায় হিসেবে জন্ম নিবে নতুন কিছু নিয়ে; এমন প্রত্যাশা ব্যাক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
উদ্বোধনী ঘোষণার মাধ্যমে সৌন্দর্যের এক অভাবনীয় প্রাণ ফিরে পেয়েছে এসকল মার্কেটের দোকানগুলো। এসময় কালেক্টরেট মার্কেটের সদস্যবৃন্দ সম্মানিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মার্কেট পরিদর্শণ করেন জেলা প্রশাসক।