বাফুফে নির্বাচনে ২১ পদের বিপরীতে মোট ৪৭ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ের পর প্রত্যাহারপত্র জমা দেয়ায় নিয়ম অনুযায়ী সে পত্র আমলে নেয়নি নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি পদে ব্যালট থাকছে বাদল রায়েরও।
চূড়ান্ত প্রার্থী তালিকা দেয়ার দিন রোববার বাফুফেতে ছিলো না কোনো প্রার্থীর আনাগোনা। নির্বাচন কমিশন এদিন মোট ৪৭ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
শনিবার বাফুফে ভবনে কোনো কমিশনার উপস্থিত না থাকলেও এদিন তিন নির্বাচন কমিশনারের সবাই ছিলেন উপস্থিত। প্রত্যাহারের দিন ২ সদস্য পদপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় মোট প্রার্থী দাঁড়ায় ৪৭ জনে।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর বাফুফে ভবনে অসুস্থ বাদল রায়ের পক্ষে প্রত্যাহারপত্র জমা দিয়েছিলেন তার সহধর্মিনী মাধুরী রায়। নির্ধোরিত সময়ের পরে প্রত্যাহারপত্র জমা দেয়ায় সে পত্র আইন অনুযায়ী গ্রহণ করেনি নির্বাচন কমিশন।
শেষ পর্যন্ত ব্যালটে বাদল রায়ের নাম থাকায় সভাপতি পদে হতে যাচ্ছে ত্রিমুখী লড়াই। আগামী তিন অক্টোবর হবে বাফুফে নির্বাচন।