বিদ্যুৎ উৎপাদনে কয়লা বাদ দিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে যাওয়ার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।
পরিবেশবান্ধব জ্বালানির কথা চিন্তা করে এলএনজির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিই বাংলাদেশের জন্য সঠিক মনে করছে সংস্থাটি।
সোমবার অনলাইনে এক সংবাদ সম্মেলনে এমন পরামর্শ দেয় সংস্থাটি। বক্তারা বলেন, প্রত্যাশিত বেসরকারি বিনিয়োগ না হওয়া ও সরকারি বড় প্রকল্পগুলো ঠিক সময়ে শেষ না হওয়ায় বিদ্যুতের চাহিদা বাড়েনি।
এখন বিদ্যুতের রিজার্ভ ৩৮ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। যা ১৬ শতাংশ থাকলেই চলে।
সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, সরকার আগামী বছর যে বিদ্যুতের মহাপরিকল্পনা করছে, সেখানে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া এবং সে অনুযায়ী নীতি কাঠামো তৈরি করা প্রয়োজন। যাতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী হন।