দেশের বাইরে বাংলাদেশের ফুটবলের বড় বিজ্ঞাপন হয়ে উঠেছে বসুন্ধরা কিংস। সে ক্লাবের সভাপতি ইমরুল হাসান এবার লড়বেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে সহ-সভাপতি পদে।
কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের ব্যানারে নির্বাচন করলেও দেশের ফুটবলের কাঠামোগত পরিবর্তনে তার আছে বেশ কিছু নিজস্ব ভাবনা। বাফুফেতে যেতে পারলে তৈরি করতে চান জাতীয় দল নির্বাচনী প্যানেল।
বিশ্বকাপ খেলা দানিয়েল কলিন্দ্রেস, আর্জেন্টাইন প্রাণভোমরা মেসির সাবেক সতীর্থ্য হার্নান বার্কোসের মতো তারকা ফুটবলারদের নিজের ঘরে এনে চমক সৃষ্টির ধারাবাহিকতা বজায় রাখা এক ব্যক্তির নাম ইমরুল হাসান।
দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এই শীর্ষ কর্তা সাবেক ক্রীড়াবীদ পরিচয়ের বাইরে সংগঠক হিসেবে গড়ে তুলেছেন নিজের আলাদা পরিচিতি। এবার বাফুফে নির্বাচনে ৭ নং ব্যালট নিয়ে লড়বেন সহ-সভাপতি পদে।
দেশের ফুটবলের উন্নতিতে সফল এই সংগঠকের আছে বেশ কিছু পরিকল্পনা। নির্বাচিত হলে জাতীয় দল ও জেলা লিগের উন্নয়নে নিতে চান বেশ কিছু পদক্ষেপ।
কাঠামোর উন্নয়নের ক্লাবগুলোর উদাসীনতার পাশাপাশি বাফুফের কার্যক্রমেরও সমালোচনা করেন ইমরুল হাসান। নির্বাচিত হলে ক্লাবগুলোর উন্নয়নে বিশেষ পরিকল্পনার কথা জানান কিংস সভাপতি ইমরুল হাসান।