পটুয়াখালীর গলাচিপায় উপজেলায় কর্মরত সকল এনজিও’দের নিয়ে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিলনায়তন হল রুমে এ সভা শুরু হয়।
উক্ত অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিয়াসহ সকল এনজিওর প্রধানগণ উপস্থিত ছিলেন।
এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার আগামীতে জনসাধারণ তথা বিভিন্ন এলাকায় উন্নয়ন আরও কিভাবে বাড়ানো যায় সেসব বিষয়ে পরামর্শ দেন। তিনি বলেন, জনসাধারণের উপর কোন বোঝা চাপিয়ে দেয়া যাবে না।
আবার এনজিওর কার্যক্রমও স্বাভাবিক রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের কাজ করতে হবে। মাক্স বাধ্যতামূলকভাবে পরিধান করতে হবে। মনে রাখবেন জনমানুষ আমাদের সম্পদ। এই সম্পদ আমাদের সবাইকে রক্ষা করতে হবে।