বরগুনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল আলীম হিমু’র রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ানুষ্ঠান করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বরগুনা পৌরসভা’র হলরুমে প্রেসক্লাবের আয়োজনে এ স্মরণসভায় কলমযোদ্ধা প্রথিতযশা এই প্রবীন ও প্রয়াণ আব্দুল আলীম হিমু’র জীবনে সংগ্রাম করা এক অধ্যায় নিয়ে আলোচনা করা হয়। যে অধ্যায়টি ছিলো এক কলমযুদ্ধের কথা। যে যুদ্ধে ছিলো সাধারণ মানুষের কষ্টের কথা। ছিলো এই দক্ষিণ জনপদের আপামর জনতার কথা।
প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জিব দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ’র সঞ্চালনায় স্মরণসভায় অংশ নেন পুলিশ সুপার মারুফ হোসেন (পিপিএম, বিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল আহমেদ, পৌর মেয়র শাজাদাত হোসেন, ভূমি অফিসার (সদর) নিজাম উদ্দীন সহ রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ব্যক্তিবর্গ।
স্মরণসভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু।