রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তেজগাঁয়ে রডবোঝাই পিকআপের পেছনে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়েছেন ২ জন। বনানীতে মাইক্রোবাস দুর্ঘটনা আহত হন আরও চারজন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত রাত দেড়টার দিকে উত্তরায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সামনের ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেন পথচারীরা।
এর আগে রাজধানীর অপরপ্রান্তে রাত ১২টার দিকে তেজগাঁও-রমনা ফ্লাইওভারের মাঝামাঝিতে একটি প্রাইভেট কার গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সামনে চলমান রড বোঝাই পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা তিনজনের মধ্যে ড্রাইভারসহ দুজন আহত হন।
পরে প্রাইভেট কার ও রড বোঝাই পিকআপটি উদ্ধার করে নিয়ে যায় হাতিরঝিল থানা কর্তৃপক্ষ।