পটুয়াখালীতে পাওনা টাকা চাইতে গেলে নিজের ঘরের চাল খুলে মিথ্যা ভাংচুর মামলা দেয়ার হুমকি, দিশেহারা জামাল মাঝির পরিবার। পাওনা টাকার বিষয় ইতিপূর্বে জামাল মাঝির বোনকে বেদম মারধর করে একই এলাকার কালাম ফকিরের পরিবার, এ বিষয় মোকাম পটুয়াখালী বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতে একটি মামলা হয়েছে যার সি আর মামলা নং ৬৪১/২০২০ তাং ৯ই সেপ্টেম্বর ২০২০ ও এম পি মামলা নং৪৫১/২০২০ তাং ১৩ই সেপ্টেম্বর ২০২০।
মামলার নথি ও সরেজমিনে গিয়ে জানাগেছে যে, কালাম ফকিরের দুই ছেলে যথাক্রমে আল আমিন, ও এনামুল ফকির, কালাম ফকির নিজে ও স্ত্রী মিনারা বেগম, জামাল মাঝির বোন মিনারা বেগমের কাছ থেকে জমি বিক্রি করার কথা বলে লগডাউনের প্রথম দিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অগ্রীম নেয়,লগডাউন কিছুটা সিথিল হলে বর্তমানে অফিস আদালত চলমান থাকায় জামাল ও বোন মিনারা মৌখিক ভাবে একাধিক বার টাকা ফেরত অথবা জমি রেজিষ্ট্রেশন করে দিতে বল্লে কালাম ফকিরের স্ত্রী সহ তার পরিবার তাল বাহানা শুরু করে। এ অবস্থায় গত ৮ ই সেপ্টেম্বর সকালে মাহিনুর ও ভাই জামাল টাকা চাইতে কালাম ফকিরের বাড়ীতে গেলে টাকা নাদিয়ে কালাম ফকিরের পরিবার হামলা চালায়।
এবং জামাল ও তার পরিবারের সাথে থাকা নগত টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ৮২ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ বিষয় মামলা চলমান রয়েছে, এ ঘটনায় মাহিনুর গুরুতর আহত হলে তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। মাহিনুর হাসপাতাল থেকে বাড়ী ফিরলে গত ১২ই সেপ্টেম্বর বিকালে মাহিনুরে বাড়ীর সামনে বসে কালাম ফকিরের পরিবার মামলা তুলে নেয়ার হুমকি দিলে ১৩ই সেপ্টেম্বর মাহিনুর বাদী হয়ে একটি এম পি মামলা নং ৪৫১/২০২০ দায়ের করেন।
এ দিকে প্রায় তিন বছর পূর্বে জামালের কাছ থেকে দশ হাজার টাকা ধার হিসেবে নেয়,সেই টাকাটা আজ সকালে দেয়ার কথা ছিল। সেকারনে আজ সকালে কালাম ফকিরের বাড়ীতে সকালে টাকা আনতে গেলে কালাম ফকির টাকা নাদিয়ে উল্টো নিজের ঘরের টিনের চাল খুলে জামাল পরিবারের উপর মিথ্যা মামলা দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় জামাল মাঝির পরিবার আতংকিত রয়েছে। এ বিষয় একাধিক এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, অভিযুক্তরা এলাকারা দাঙ্গা হাঙ্গামাকারী,এদের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছে না।
এলাকাবাসী এহেন ও ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে কঠিনতম শাস্তির দাবী জানান এবং জামাল ও তার বোন মাহিনুরের টাকা অথবা জমি ফিরে পাওয়ার বিষয় আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য সহযোগিতা কামনা করেন।