যশোরে চৌগাছায় বজ্রাঘাতে এক কৃষকের গর্ভবতী গাভীসহ দুইটি গরু মারা গেছে। গরু দুটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। গরু দুটি হারিয়ে কৃষক বিপুল হোসেন শোকাহত হয়ে পড়েছেন।
রোববার সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের দফাদার পাড়ায় এ ঘটনা ঘটে।
কৃষক বিপুল হোসেন জানান, তিনি প্রবাসী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দেশে ফিরে সামান্য কিছু জমিতে চাষাবাদের পাশাপাশি ক্ষুদ্র খামারি হিসেব গরু পালন করেন। তার দুটি গরুর একটি গর্ভবতী। আরেকটি ষাঁড়।
সকালে গোয়াল ঘর পরিষ্কার করার জন্য পাশেই একটি খোলা মাঠে গরু দুটি বেঁধে রাখেন। সকাল ৮টার দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি শুরু হয়। দ্রুত গোয়াল ঘর পরিষ্কার শেষে গরু দুটি আনতে যাওয়ার সময় বজ্রপাত হলে গরু দুটি মাটিতে পড়ে যায়।
তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, গাভীটি মারা গেছে। আর ষাঁড়টি নড়াচড়া করছে। পরে সেটিও মারা যায়।
সিংহঝুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু দুটি বিপুলের বাড়ির পাশে গর্ত করে পুঁতে রাখা হয়েছে।