নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাত্র ৫ ছক্কা মারতে পারলেই ৩০০ ছক্কা মারার ক্লাবে ডুকে পড়বেন এই কিংবদন্তি।
জাতীয় দল থেকে বিদায় নিলেও খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চেন্নাইয়ের হয়ে জিতেছেন ৩ বার শিরোপা। এর সঙ্গে ভারি হয়েছে নিজের ক্যারিয়ারও।
আসরের প্রথম ম্যাচে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে মুম্বাইয়ের বিপক্ষে জিতেছেন ১০০তম ম্যাচ। ওই ম্যাচে তার রান করা না লাগলেও পড়ে আছে গোটা আসর।
এই আসরে আর ৫টি ছয় হাঁকাতে পারলে ধোনি জায়গা করে নেবেন টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ ছক্কার ক্যাটাগরিতে। ধোনি এখন পর্যন্ত খেলেছেন ৩১৮টি টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে তিনি হাঁকিয়েছেন ২৯৫টি ছয়।
যদিও ধোনির আগে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ৩০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মা (৩৬১) ও সুরেশ রায়না (৩১১)।
আইপিএলে ধোনির ছয়ের সংখ্যা ১৯১ ম্যাচে ২০৯টি। তবে অনেক আগেই আইপিএল ৩০০ ছয়ের মাইলফল স্পর্শ করে ফেলেছেন ক্রিস গেইল (৩২৬*)। গেইলের পরেই আছেন এবি ডি ভিলিয়ার্স (২১৪)। ধোনি রয়েছেন ৩ নম্বরে। ধোনির সঙ্গে পাল্লা দিচ্ছেন কলকাতার হয়ে খেলা এউইন মর্গ্যান।