প্রিমিয়ার, চ্যাম্পিয়নশিপ, প্রথম, দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন রানারআপ দলগুলোর অনেকেই গেল ৫ বছর ধরে পায়নি তাদের প্রাপ্য ট্রফি। নির্বাচনের আমেজের মাঝে মহানগরী লিগ কমিটিতে জমে থাকা ট্রফিগুলো আনুষ্ঠানিকভাবে দলগুলোর হাতে তুলে দিয়েছে।
বাফুফে ভবনে আয়োজিত অনুষ্ঠানটির সাথে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদীর।
নির্বাচনী আমেজে হঠাৎ ট্রফি বিতরণের হিড়িক। গেল ৫ বছরের জমে থাকা বিভিন্ন লিগের অপ্রদত্ত ট্রফিগুলোলো দলগুলোকে ডেকে হাতে তুলে দিলো বাফুফে।
দীর্ঘদিন পর হঠাৎ কেনো এমন আয়োজন। বিষয়টি কি নির্বাচনকে সামনে রেখে কোনো পরিকল্পনার অংশ বিষয়টির সাথে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদী।
লিগ কমিটির প্রধানের দাবি, ট্রফির পাশাপাশি সকল দলের পাওনা অর্থ পরিশোধ করেছে ফেডারেশন। তবে, বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান স্বয়ং জানালেন, এখনো বেশ কিছু পাওনা তাদের বুঝিয়ে দেয়নি বাফুফে।
এদিকে, নির্বাচনের সময় এমন আয়োজনকে বাফুফের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলছেন নির্বাচনের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক।
তবে অনুষ্ঠানটি নির্বাচন সংশ্লিষ্ট নয় বলে আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্ন করার সুযোগ নেই বলে জানান সালাম মুর্শেদী।