কুয়াকাটা হোটেল মোটেল, কর্টেজ, রিসোর্ট মালিক ও তাদের প্রতিনিধিদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪ টায় পর্যটন করপেরেশনের যুবপান্থ নিবাসের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুয়াকাটায় ধারাবাহিকভাবে খুন, আত্মহত্যাসহ নানা অপরাধ প্রবনতা রোধে হোটেল কর্তৃপক্ষকে আরো সচেতন হতে হবে। আগত পর্যটক এবং রাষ্টের নিরাপত্তার স্বার্থে হোটেলে সিসি ক্যামেরা স্থাপন, পর্যটকদের ছবি ও জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ করতে হবে।
অধিকাংশ হোটেলে পুলিশের দেয়া এসব নিয়ম না মেনে হোটেল পরিচালনা করার কারণে নানা অপ্রতিকর ঘটনা ঘটছে। যেসব আবাসিক হোটেল নিয়ম মেনে হোটেল পরিচালনা করবেন না তাদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা, কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আহম্মেদ আলী, মহিপুর থানা তদন্ত অফিসার মিজানুর রহমান। কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোন’র ইনেসপেক্টর মোঃ মিজানুর রহমান প্রমূখ।