পদ্মা নদীতে তীব্র স্রোত ও নাব্য সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক’শ পন্যবাহী ট্রাক।
দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন জানান, নাব্য সংকট নিরসনে খনন কাজ চলছে। এ কারণে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। এ অবস্থায় ফেরি পারাপারের সংখ্যা কমে গেছে।
ফলে অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন পারাপার করায় আটকা পড়েছে পন্যবাহী ট্রাক। এই নৌরুটে বর্তমান ৯টি রোরো, ৫টি ইউটিলিটি ফেরি চলাচল করছে।