পটুয়াখালীর গলাচিপা বৃহস্পতিবার বেলা ১২টা ১৫ মিনিটের সময় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ ঈসা বরিশাল ডায়েবেটিক হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালাল্লিাহির ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। ৭১ এর মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
গলাচিপা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার অকাল মৃত্যুতে সমগ্র গলাচিপায় শোকের ছায়া নেমে আসে। আজ বিকাল ৫টায় দাফনের পূর্বে তাকে গলাচিপা আওয়ামীলীগ অফিস চত্বরে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপরে পূর্ণাঙ্গ রষ্ট্রীয় মর্যাদায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীষ কুমারের নেতৃত্বে গার্ড অব অনার দেয়া হয়।
বিকেলে গলাচিপা জৈনপুরী খানকার সামনে তার নামাজে প্রথম জানাজা সম্পন্ন হয়। পানপট্টি তার নিজ বাড়ীতে ২য় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়। জানাজা নামাজের সময় মুক্তিযোদ্ধা ও উপজেলার সাংবাদিকবৃন্দ ও রাজনিতীবিদ সহ সর্বস্তরের শত শত লোক উপস্থিত ছিলেন।