পটুয়াখালীর গলাচিপা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, গলাচিপা বণিক সমতির আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ ঈসা (৭৫) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বরিশাল ডায়েবেটিক হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালাল্লিাহির ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। বৃহস্পতিবার আছরবাদ রাষ্ট্রীয় মর্যাদার পরে গ্রামের বাড়ি পানপট্টি ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে পরিবারিকভাবে জানা যায়।। তাঁর মৃত্যুতে মাননীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বণিক সমিতি ও উপজেলা আওয়ামী লীগ, গলাচিপা প্রেস ক্লাব গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।