কুয়াকাটার ঝাউবন এলাকার থেকে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
শনিবার বিকেল ৫ টায় কুয়াকাটা সমূদ্র সৈকতের ঝাউবন এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মহিপুর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক আমরা লাশটি উদ্ধারের জন্য এসেছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একজন জেলের লাশ যা জোয়ারের পানিতে ভেসে এসেছে। লাশটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটি উদ্ধারের পরে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।