December 25, 2024, 6:25 am

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • Update Time : Monday, September 28, 2020,
  • 132 Time View

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হয়।

সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দুপুর পৌনে ১২টা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা সম্পন্ন হয়। এরপর মাহবুবে আলমকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হয়।

সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট-এ দুই বিভাগের বিচারপতি, আইনমন্ত্রী আনিসুল হক, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ প্রমুখ। জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট মসজিদের খতিব মাওলানা সলিম উল্লাহ।

এর আগে আজ সকালে তাঁর মরদেহ মিন্টো রোডের বাসভবনে নেওয়া হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71