পটুয়াখালীর গলাচিপায় ভোক্তা অধিকার সংরক্ষন ও আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে ভেজাল খাদ্য পরিহার করি, সুস্থ্য সবল জাতি গড়ি।
এই শ্লোগানকে সামনে রেখে ভোক্তা সাধারনকে সচেতেনের বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজ মুজিবুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মোঃ ওলিউল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান শিবলী সহ ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি বলেন ভোক্তা অধিকার সংরক্ষন ও উন্নয়ন ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধ, নিরাপদ পন্য সেবা নিশ্চিতকরন, পন্য ও সেবা ক্রয়, প্রতারনা, প্রতিরোধ এবং গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা অধিকার জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যপারে সকলকে ভোত্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।