December 23, 2024, 6:30 pm

রাঙ্গাবালীতে বিদ্যুৎ সংযোগ নির্মাণকাজের উদ্বোধন ‘ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী’- মহিববুর রহমান এমপি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : Wednesday, September 30, 2020,
  • 147 Time View

 

‘বাংলাদেশের প্রত্যেকটা গ্রামেগঞ্জে, সমস্ত জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’ দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বুধবার দুপুর ১২ টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎ সংযোগ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি মহিববুর রহমান মহিব এ কথা বলেন।

উপজেলার বাহেরচর বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘বঙ্গভবনে বর্তমান সরকারের মন্ত্রী পরিষদের শপথগ্রহণের দিন প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টাকে বলেছিলাম, আমি এমন এক এলাকার বাসিন্দা যেখানে বিদ্যুৎ নেই। সাগর-নদী বেষ্টিত বিচ্ছিন্ন এলাকা। তিনি আমার কথা অনেকক্ষণ ধরে শুনলেন এবং আলোচনা করলেন।

তিনি সেদিন কথা দিয়েছিলেন, যতদ্রুত সম্ভব আমরা রাঙ্গাবালীতে বিদ্যুৎ দিব।’ এমপি মহিববুর রহমান বলেন, ‘মন্ত্রী পরিষদ হওয়ার পর ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে আমি নিজে গিয়ে ডিও লেটার দিয়েছিলাম আমার এলাকায় বিদ্যুৎ দেওয়ার জন্য। তিনি নিজ হাতে চেয়ারম্যানকে লিখে দিয়েছিলেন, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে রাঙ্গাবালীতে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করার জন্য।

অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে রাঙ্গাবালীতে বিদ্যুৎ চালু হতে যাচ্ছে। মুজিববর্ষের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে ইনশাল্লাহ।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলাপাড়া মহিলা আওয়ামী লীগের আহব্বায়ক এমপি পত্মী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পল্লী বিদ্যুৎ সমিতির পটুয়াখালীর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মনোহর কুমার বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী সেলিম মিয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার (গলাচিপা) প্রকৌশলী মাইনউদ্দিন আহমেদ, রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71