পটুয়াখালীর গলাচিপায় আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও নিরীক্ষন কমিটির সভাপতি (মন্ত্রী পদমর্যাদায়) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেষ্ঠ্য সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি’র রোগ মুক্তি কামনায়, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা মো. বাহাউদ্দিন নাসিমের প্রায়ত মাতা এবং গলাচিপা বীর মুক্তিযোদ্ধা প্রায়ত কালাম মো. ইসার স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকাল ৫টায় আওয়ামীলীগ অফিস কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা সাজু এম পি।
এ সময়ে এস.এম শাহজাদা সাজু এম পি বলেন, দক্ষিন অঞ্চলের মাটি ও মানুষের নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ দেশের জন্য তার অনেক অবদান রয়েছে। ১৫ই আগস্টের ভয়াল কালরাতের একজন প্রত্যক্ষদর্শী সে। সেই রাতে তার বাবা শাহাদাৎ বরণ করেছেন। আবুল হাসনাত আব্দুল্লাহ পার্বত্য শান্তি চুক্তির রূপকার। তার অবদান এ দেশের মানুষ কখনও ভুলবে না।
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ২০১৭ সাল থেকে রাজনৈতিক কর্মকান্ডে এবং নির্বাচনে তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করব। তিনি একজন ভালো মানুষ ছিলেন। দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ জুয়েল, সহ-সভাপতি রেজাউল করিম, আওয়ামীলীগ নেতা মো. মাইনুল ইসলাম রনো, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, প্রচার সম্পাদক আজিজুর রহমান বাবুল ভূঁইয়া, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর রাতে শ^াস কষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে আবুল হাসনাত আব্দুল্লাহ ভর্তি হন।
এর পর তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে সে অনেকটা সুস্থ। আবুল হাসনাত আব্দুল্লাহর স্ত্রী শাহান আরা আব্দুল্লাহ চলতি বছরের ৭ জুন ইন্তেকাল করেন। তার বড় ছেলে সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।