“মুজিববর্ষের অঙ্গীকার চিকিৎসা সেবা সবার” এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাস ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছ।
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মহিষ ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে মহিষ ভাঙ্গা একতা ক্লাবের পক্ষ থেকে প্রথমে উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নিজ ফ্রি চিকিৎসার মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস. এম. শাহজাদা শাজু।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া। টাকার অভাবে অনেক দুস্থ্য অসহায় মানুষ করোনাকালীন সময় সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না, কেউ কেউ গুরুতর অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য বরিশাল, পটুয়াখালী যেতে হয় যা অত্যন্ত ব্যয়বহুল।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেসব রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. শাহজাদা শাজু (এম. পি)সহ আওয়ামীলীগের আরও নেতা কর্মীরা। সভাপতিত্ব করেন মহিষ ভাংগা একতা ক্লাবের সভাপতি মোঃ হাসিবুুল ইসলাম (হাসিব)।