গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক আতাউর রহমান সভাপতি এবং দৈনিক জনকণ্ঠের সাংবাদিক এস এম নূরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠিত নির্বাচনে সকল বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রেস ক্লাবের সভাপতি মো. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মো. সোহাগ রহমান, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল সহ সকল গণমাধ্যম বৃন্দরা।
গতকাল রবিবার টঙ্গি প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৮ সদস্য বিশিষ্ট কমিটির অনন্যা সদস্যরা হলেন সহসভাপতি এম এ সালাম শান্ত, যুগ্ম সম্পাদক নূরুল আমিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক কামাল হোসেন বাবুল এবং প্রচার সম্পাদক শেখ মো. শহিদুল্লাহ।
নির্বাচন পরিচালনাকারী নির্বাচন কমিশনার অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া নির্বাচন শেষে ৮ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি শামসুন্নাহার ভূইয়া এমপি, অধ্যাপক এম এ বারী, আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান, ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার আল মামুন, টঙ্গী প্রেসক্লাব সভাপতি হায়দার সরকার, ও সম্পাদক কালিমউল্লাহ ইকবাল প্রমূখ। বক্তারা আগামী দিনে সাংংবাদিকদের দাবী আদায়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।