আসন্ন ১২ রবিউল আউয়াল ঈদ- ই -মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জশনে জুলুস সফলভাবে পালন করার প্রেক্ষিতে এক প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত হয়।
বুধবার বিকেলে চান্দিনার দোল্লাই নোয়াবপুর উত্তর বাজার জামে মসজিদে উক্ত সভা অনু্ষ্ঠিত হয়।
আহলে সুন্নাতওয়াল জামাত দোল্লাই নোয়াবপুর কেন্দ্রীয় শাখার উদ্যোগে উক্ত কেন্দ্রীয় শাখার সভাপতি পীরজাদা মাওলানা মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
সিনিয়র সভাপতি মোঃ গিয়াসউদ্দিন আমিন,মাওলানা আবু ইউসুফ খান, হাজী মোঃ আনোয়ার হোসেন,হাফেজ মোঃ শফিকুল ইসলাম,মাওলানা মোঃ দেলোয়ার হোসেন মুজাহিদী,
সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা শাহপুরী,সহ -সাধারন সম্পাদক মাওলানা মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক পীরজাদা হুমায়ুন কবির, সহ- সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন জালালী, মোঃ বাবুল জালালী,সহ- অর্থ সম্পাদক আবদুস ছাত্তার হেলালী,তথ্য ও গবেষনা সম্পাদক মাওলানা বাছির উদ্দিন সহ জামাতের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় নতুন কমিটির মাধ্যমে ইমান ও আকিদা রক্ষায় মূল্যবান পরামর্শ প্রদান করে আগত জশনে জুলুস সফলভাবে পালন করার লক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সেই সাথে বিগত কমিটির সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাবসহ তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।