December 27, 2024, 1:25 pm

ট্রেন থেকে লাফিয়ে পড়েও মেয়েকে বাঁচাতে পারলেন না মা

অনলাইন ডেস্ক
  • Update Time : Friday, October 9, 2020,
  • 160 Time View

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের চাকায় কাটা পড়েন আনতারা মোকাররমা (১৮) নামের এক তরুণী। তাকে বাঁচাতে ট্রেন থেকে লাফ দিয়েছিলেন তার মা আছমা বেগম। কিন্তু শেষ রক্ষা হয়নি। ট্রেনে কাটা পড়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মারা যান আনতারা।

শুক্রবার সকালে কিশোরগঞ্জ রেলস্টেশনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আনতারা মোকাররমা কিশোরগঞ্জ জেলা শহরের ৩২ নুরানি সড়ক এলাকার মো. মোকাম্মেল হকের মেয়ে। তার এবার কিশোরগঞ্জের সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। এলাকায় তিনি সংগীতশিল্পী হিসেবে পরিচিত ছিলেন।

রেলস্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে আনতারা ও তার মা ঢাকা যাওয়ার উদ্দেশে কিশোরগঞ্জ রেলস্টেশনে আন্তনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেনে উঠতে যান। সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় চলতি ট্রেনে দৌঁড়ে প্রথমে আনতারার মা আছমা বেগম ওঠেন। এরপর মায়ের হাতে ব্যাগ দিয়ে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান আনতারা।

এতে তার দুই পা কাটা পড়ে এবং শরীর ক্ষতবিক্ষত হয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। চোখের সামনে মেয়েকে ট্রেনের নিচে পড়ে যেতে দেখে আছমা বেগমও ট্রেন থেকে লাফ দিয়ে কম্পার্টমেন্টে পড়ে সামান্য আহত হয়েছেন। এ দৃশ্য দেখে রেলস্টেশনে উপস্থিত লোকজন হতবাক হয়ে যান।

কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার আতাউল করিম জানান, মেয়েকে ট্রেনের নিচে পড়া দেখে তার মা আছমা বেগম যেভাবে ট্রেন থেকে লাফ দেন, এটা ঠিক হয়নি। এতে তিনিও বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারতেন। অবশ্য তার তেমন কিছু হয়নি। পরিবারের অনুরোধে আনতারার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71