ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের নামাজপড়া এলাকায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সিদ্দিক (৩৪) ও সুমন আলী। সিদ্দিক রুহিয়া থানার উত্তর বঠিনা নতুনপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আর সুমন একই এলাকার কাবেদ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য বাদশা বাসেদ জানান, রানীগঞ্জ টু পাটিয়াডাঙ্গী সড়কের নামাজপড়া এলাকায় একটি মোটরসাইকেল মোড় ঘুরাতে গিয়ে গাছে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মো. সিদ্দিক নিহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মো. সুমন আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায়।