সতীর্থদের সঙ্গে ডিনার পার্টিতে অংশগ্রহণের পরদিনই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
পর্তুগাল ফুটবল ফেডারেশন রোনালদোর করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছে।
করোনা পজিটিভ হওয়ার কারণে বর্তমানে আইসোলেশনে রয়েছেন পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী এই সুপারস্টার।
উয়েফা নেশন্স লিগের ম্যাচে আগামীকাল বুধবার সুইডেনের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পর্তুগালের। তবে আগে বড় ধাক্কা খেয়েছে দলটি। গত পরশু রাতে নেশন্স লিগে ফ্রান্সের মুখোমুখি হয় পর্তুগাল। এর আগে ৮ অক্টোবর রাতে স্পেনের বিপক্ষে পীতি ফুটবল ম্যাচ খেলে দেশটি। দুই ম্যচেই খেলেন রোনালদো।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পরের দিন সতীর্থদের সঙ্গে ডিনার পার্টির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এই সুপারস্টার। এর কয়েক ঘণ্টা পর টেস্ট করা হলে করোনা পজিটিভ আসে তার।
স্পেন-ফ্রান্সের বিপক্ষে দুটি ম্যাচই ড্র হয়। আগামী বৃহস্পতিবার রাতে সুইডেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচে খেলতে পারবেন না রোনালদো।
বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবল তারকা ক্লাব ফুটবলে জুভেন্টাসের হয়ে খেলেন। কিছুদিন আগেই ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জুভেন্টাসের অন্য খেলোয়াড়দের বিরুদ্ধে করোনা আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছিল।