December 24, 2024, 4:46 pm

মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : Tuesday, October 13, 2020,
  • 114 Time View

আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে সরকারী নিষেধাজ্ঞা পালনে সমুদ্র, নদ-নদীতে টহল শুরু করবে মৎস্যবিভাগ, নৌবাহিনী, কোষ্টগার্ড ও নৌপুলিশ সদস্যরা।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের অবরোধ চলবে ৪ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার ( ১৩ অক্টোবর) মধ্যরাত ১২.০১ মিনিট থেকে শুরু হচ্ছে এর কার্যকারিতা। এসময়ে সারা দেশে ইলিশ মাছ আহরন, পরিবহন, মজুদ, বাজারজাত করনসহ ক্রয়- বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীকে ১ থেকে সর্বোচ্চ ২ বছরের জেল অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ড হতে পারে। ২২ দিনের এ নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য দেয়া হচ্ছে প্রনোদনা।

গলাচিপা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ চুন্নু মিয়া বলেন, মা ইলিশ সংরক্ষন করা গেলে বাড়বে মাছের উৎপাদন। যার সুফল ভোগ করবে জেলেসহ ব্যবসায়ীরা।তবে এসময়ে জেলেদের যে সহায়তা দেয়া হয় তা খুবই নগন্য। ইলিশ শিকারে নিষেধাজ্ঞা সময়কালীন প্রকৃত ইলিশ জেলেদের জন্য প্রনোদনা বাড়ানোর দাবী করেছেন উপকূলের জেলেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71