গলাচিপায় মঙ্গলবার গভীর রাতে মো. নজরুল ইসলাম লোকমান (৩৫) নামের এক যুবক পার্শ্ববর্তী গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাচারিকান্দা গ্রামে। মামলা নং ১২। নারি ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধন ২০০৩ এবং ৯(৪)(খ) ধারা। অভিযোগ সূত্রে জানা যায়, বাদিনীর স্বামী বাদশা মিয়া।
সে দীর্ঘদিন ধরে দেশের বাহিরে তথা সৌদি আরবে থাকে। এ সুযোগে লোকমান প্রায় বাদিনীকে কু-প্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় তার উপর ক্ষতি সাধন করার জন্য সুযোগ খুঁজতে থাকে। ১৩ অক্টোবর রাতে বাদিনীর শ্বশুর প্রকৃতির ডাকে সারা দিলে ঘরের দরজা খোলা পেলে লোকমান বাদিনীকে মুখ চাপিয়া শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায় বাদিনী ডাক চিৎকার দিলে বিবাদি দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বাদিনী থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেয়।
এ ব্যাপারে গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো. মামুন জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। তবে অপরাধীকে ধরার চেষ্টা চলছে।