নায়ক আলমগীরের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে তাতে আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নায়ক নিজেই।
আলমগীর ও তাঁর স্ত্রী কণ্ঠশিল্পী রুনা লায়লার ছবি সম্বলিত ওই অ্যাকাউন্টে সম্প্রতি স্ট্যাটাস দেওয়া হয়েছে, ‘ধর্ম যার যার, উৎসবও তার তার।
এ স্ট্যাটাসে চরম খেপেছেন আলমগীর। কেননা এ স্ট্যাটাসের সঙ্গে তিনি একমত নন। আলমগীর জানিয়েছেন, তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
আলমগীরের ওই অ্যাকাউন্টকেই ‘আসল’ বলে দাবি করেছে ভুয়া ওই আইডি।
আলমগীর বলেন, ‘প্রায় চার–পাঁচ বছর ধরে কে বা কারা আমার নাম ব্যবহার করে ওই আইডি ব্যবহার করে আসছে। এই মানুষগুলো মাঝেমধ্যেই আমার নাম ব্যবহার করে স্ট্যাটাস দেয়। চার বছর আগে তারা মনগড়া এক স্ট্যাটাস দিয়েছিল, তারপর গা–ঢাকা দিয়েছে। আবার কিছুদিন পর হঠাৎ সক্রিয় হয়। চার বছর আগের একই স্ট্যাটাস তারা সম্প্রতি আবারও দিয়েছে, যা বিভ্রান্তিকর।
ধর্মীয় অনুভূতিকেন্দ্রিক বিষয় নিয়ে বারবার এ রকম স্ট্যাটাস দেওয়ায় এবার শক্ত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন আলমগীর।
তিনি মনে করেন, তাঁকে হয়রানির উদ্দেশ্যে এসব করা হচ্ছে।