সরকারের পক্ষ থেকে যা বলা হয় বিচারিক আদালতে তার প্রতিফলন হয় বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে যেভাবে মানুষ সোচ্চার হয়েছে তাতে গণআন্দোলনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দেশে ফাঁসির আইন আছে কিন্তু বিচার হয় না বলেও মন্তব্য করেন তিনি।
আইনের শাসন কার্যকর করতে না পারলে ধর্ষণ-নির্যাতন বন্ধ হবে না বলেও উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।