জামালপুরের সরিষাবাড়ীতে ৯ বছরের শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরিফ (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পোগলদীঘা ইউনিয়নের বগারপাড় থেকে ওই যুবককে আটক করা হয়।
ধর্ষণের শিকার ওই শিশুর বাবা অভিযোগ করেন, মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে বগারপাড় পুকুরপাড় এলাকার রেলওয়ের জমিতে বসবাসকারী এক রিকশাচালক ও তার স্ত্রী তাদের ৯ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশুকন্যাকে বাড়িতে একা রেখে বাইরে কাজে বের হন।
এসময় বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশী আরিফ ঘরে ঢুকে ওই শিশুকে ধর্ষণ করে। পরে ওই শিশু তার মা-বাবাকে ধর্ষণের ঘটনাটি জানালে শুক্রবার দুপুরে ওই শিশুর বাবা থানায় অভিযোগ করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করীম জানান, শিশুর বাবা থানায় অভিযোগ করার পর শুক্রবার রাতে বগারপাড় এলাকার নিজবাড়ি থেকে অভিযুক্ত যুবককে আটক করা হয়। পরে রাতেই এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার ওই শিশুর ডাক্তারী পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।