ইতিবাচক খবর। বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন ‘ব্যানকোভিড’কে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্লোব বায়োটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যাদের তিনটি ভ্যাকসিন তালিকায় স্থান পেয়েছে।
মনে আছে আপনাদের? গ্লোব বায়োটেকের ডা. আসিফ মাহমুদ গত ১২ আগস্ট গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে করোনা ভ্যাকসিন নিয়ে আসার ব্যাপারে আশা প্রকাশ করে এক পর্যায় কেঁদেছিলেন। অনেকেই তখন আমরা তাচ্ছিল্য করেছিলাম।
আমি জানি না শেষ পর্যন্ত কী হবে। বাংলাদেশের একটি প্রতিষ্ঠান যদি করোনার ভ্যাকসিন আনতে পারে আমি মনে করি সেটা আমাদের জন্য বড় ঘটনা হবে। আর না পারলে সাহস এবং লড়াইটাও কম না। শুভকামনা গ্লোব বায়োটেক। শুভ কামনা বাংলাদেশ।
শরিফুল হাসান, উন্নয়ন কর্মী।